আমরা জানি যে, ax2+bx+c=0-এই সমিকরনের বিজদয়গুলি নিম্নরুপঃ
x=−b±√b2−4ac2a
এখন প্রশ্নে দেওয়া সমীকরণকে ax2+bx+c=0-এ সাজিয়ে পাইঃ
x2x=6⟹x2=6x⟹x2−6x=0
সুতরাং প্রদত্ত সমীকরণে a=1, b=−6, এবং c=0.
a,b,c-এর মান (Eq. 1)-এ বসিয়ে পাইঃ
x=−(−6)±√(−6)2−4×1×02×1=6±√36−02=6±62=6+62and6−62=6,0
এখন উপরে পাওয়া x=0 ও x=6, প্রশ্নে দেওয়া সমীকরণ x2x=6-এ বসিয়ে পাইঃ
x=0 হলেঃ x2x=6⟹00=6, এটি অসম্ভব।
সুতরাং x=0 প্রদত্ত সমীকরণের সমাধান হতে পারে না।
সুতরাং প্রদত্ত সমীকরণের শুধু একটি বীজ আছে, যেটি হল x=6. সঠিক উত্তরঃ (b).